হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, আগ্রাসনের ক্ষেত্রে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শিকারচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানি বাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত ও সতর্ক, এবং যদি ইহুদি সরকার (ইসরায়েল) আবারও আগ্রাসনের চেষ্টা করে, তবে তাকে কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।
গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে জেনারেল শিকারচি স্পষ্ট করেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই "সংঘাত সমাধান" জাতীয় শব্দকে কোনো বিকল্প হিসেবে বিবেচনা করেনি।
তিনি ইহুদি সরকারের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করে বলেন, এই সরকার কখনোই ইরান কিংবা বিশ্বের জন্য বিশ্বাসযোগ্য ছিল না।
মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতিতে আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত এবং যদি কোনো নতুন ইসরায়েলি আগ্রাসন ঘটে, তবে আক্রমণকারীদের এমন চরম জবাব দেওয়া হবে যা হবে ধ্বংসাত্মক।
আপনার কমেন্ট